JC
কৃতজ্ঞতা: সোমনাথ সরকার

মা অন্নপূর্ণা। এ পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে অন্ন পৌঁছে দিচ্ছেন মা অন্নপূর্ণা। শ্রী চন্ডী তে বলা হয়েছে, জীবের অন্তরে মা ক্ষুধা রূপে বিরাজ করেন। আবার ক্ষুধা নিবারণের জন্য অন্ন রূপে আমাদের সামনেই রয়েছেন মা। পৃথিবীর অন্যতম পুরনো শহর কাশীর সঙ্গে জড়িয়ে রয়েছে মা অন্নপূর্ণার কাহিনী। শিব ও পার্বতীর মধ্যে দাম্পত্য কলহ। শিব পার্বতী কে বললেন, একমাত্র শিব ব্যতীত সব মায়া। পার্বতী মানতে নারাজ। এই সময় গোটা পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ নামল। জগতকে রক্ষা করার জন্য শিব কাশীতে গেলেন।
এখানেই পার্বতী মা অন্নপূর্ণা রূপে বিরাজ করেন। মা অন্নপূর্ণা শিব কে পেট ভরে পলান্ন খাওয়ালেন। গোটা দুনিয়ার দুর্ভিক্ষ কেটে গেল। শংকরাচার্য ‘অন্নপূর্ণা ভবানী’ রচনা করেছিলেন। কলকাতায় প্রাচীনতম মা অন্নপূর্ণার মন্দির রয়েছে। মায়ের সাথে অন্নময় কোষের কি সম্পর্ক?
আবার মায়ের সঙ্গে ‘ওমেন এমপাওয়ারমেন্ট’ এর সম্পর্ক বিধান করা যায়। সবকিছু নিয়ে “মা অন্নপূর্ণা দেবী ঠাকুরানী”, এই বিশেষ কনটেন্ট আমার youtube চ্যানেল হিরণ্যগর্ভ অফিশিয়ালে রয়েছে। যা আপনাদের দেখার অনুরোধ।