Hiranyagarbhaofficial

কর্ণ পিশাচিনী – সম্পূর্ণ অজানা তথ্য
JC

কৃতজ্ঞতা: ধ্যান যোগী আচার্য কৌটিল্য

কথায় আছে প্রদীপের নিচেই থাকে অন্ধকার। সেই অন্ধকার জগতের অন্যতম সদস্য পিশাচ। মরণশীল প্রাণ দেহ থেকে নির্গত হয়ে প্রেত জগতে যায়। অনেকের ধারণা মৃত্যুর পর অনেকে পিশাচ হয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। প্রজাপতি ব্রহ্মা যখন এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন তখন পিশাচের সৃষ্টিও করেছেন। সেই পিশাচের অন্যতম কর্ণ পিশাচিনী নিয়ে সম্পূর্ণ অজানা তথ্য পরিবেশিত হল। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনি যে কোন মানুষের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারেন। কিন্তু কোন ডিভাইস ব্যতীত কেউ আপনার কানে কানে তথ্য দিতে পারবে? উত্তর হল, হ্যাঁ পারবে। সে ক্ষেত্রে আপনাকে কর্ণ পিশাচিনী সাধনায় সাফল্য পেতে হবে। মূল সাধনা শুরুর ১১ দিন আগে থেকেই প্রস্তুতি পর্ব শুরু করতে হয়। তারপর আসে মূল সাধনার বিষয়। এই সাধনা গুরু নির্দেশিত পথ ছাড়া করা মানেই নিজের বিপদ ডেকে আনা। কেউ বলেন ২১ দিনে এই সাধনায় সিদ্ধ হওয়া যায়। তবে বর্তমান পরিস্থিতিতে সময়সীমা লাগতে পারে সাড়ে পাঁচ মাস পর্যন্ত। এই ভয়ংকর সাধনা চলাকালীন সাধকের খাওয়া-দাওয়াার ব্যাপারেও নির্দেশিকা রয়েছে। একাধিক মালা থাকে সাধকের কাছে। সাধনা শেষে কর্ণ পিশাচিনী আবির্ভূতা হলে সাধক নির্দিষ্ট একটি মালা তাকে দেবেন। কিন্তু কর্ণ পিশাচিনী ভবিষ্যৎ বলতে পারে না। সম্পূর্ণ গোপন তথ্য নিয়ে কর্ণ পিশাচিনী সম্পর্কিত বিশেষ পর্ব আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিশিয়ালে আপনি দেখতে পারেন।